বিভিন্ন দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে নগরজুড়ে তীব্র যানজট দেখা দেয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে বিক্ষোভ করে একপর্যায়ে রাস্তায় বসে পড়েন। ৩০ মিনিটের মতো অবস্থান শেষে তারা চলে যান। এ সময় এই সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদ ও ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি আদায়ে বুধবার বেলা ১১টায় চৌহাট্টায় অনুষ্ঠিত কর্মসূচিতে সিলেট ও মৌলভীবাজারের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি সরকার কর্তৃক প্রত্যাখ্যানের দাবি করেন কারিগরি ছাত্র আন্দোলন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার শিক্ষার্থীরা বন্দরবাজারের কোর্ট পয়েন্টে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বুধবারের অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির মধ্যে রয়েছে- সংরক্ষিত পদ, পদোন্নতির হার বৃদ্ধির দাবি, প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাজন, জাতীয় মেধার অপচয় রোধ, আন্তর্জাতিক মান অনুযায়ী জনবল কাঠামো প্রণয়ন, কারিকুলাম আধুনিকায়ন এবং মেধাবৃত্তি বৃদ্ধি ও উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ।
অপরদিকে, বিএসসি প্রকৌশলীরা নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে নিয়োগ, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্তকরণ এবং ‘প্রকৌশলী’ উপাধি সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, ‘কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্রকে কুক্ষিগত করার ষড়যন্ত্র চলছে। ডিগ্রি প্রকৌশলীদের দাবিগুলো অযৌক্তিক এবং আমাদের পেশাগত অধিকার হরণ করতে পারে।’ তারা সরকারের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং যৌক্তিক নীতি গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। অবস্থান চলাকালে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানারে তাদের দাবিগুলো তুলে ধরেন।