শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ‘স্বতন্ত্র সাস্টিয়ান জোট’ নামে নতুন এক প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে এ জোটের ঘোষণা দেন।
জোটে রয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল হোসেন, ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া, পরিবহন সম্পাদক মো: রিয়াজ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈকত হোসেন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ফরহাদ হোসেন, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য রবিউল হোসেন ও মুছা চৌধুরী।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, এটি কোনো নির্দিষ্ট প্যানেল নয়। স্বতন্ত্র প্রার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মাত্র।
তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের বাইরে ক্যাম্পাসে সক্রিয় রয়েছে অনেক সাংস্কৃতিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন; পাশাপাশি এমন শিক্ষার্থীও আছেন যারা কোনো সংগঠনের সাথে যুক্ত না হয়েও শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে সবসময় সরব। কিন্তু তাদের স্বর বিচ্ছিন্ন হওয়ায় প্রশাসনের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে কার্যকর চাপ তৈরি হয় না।
প্রার্থীরা বলেন, প্রশাসন ও রাজনৈতিক দলের ছায়ায় নানা সময় নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ হয়ে থাকে। কেউ এককভাবে প্রতিবাদ করলে তাকে নানা উপায়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়।
তারা আরো উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের আগের পরিস্থিতিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন হলে দখল, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড চালালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করত। অভ্যুত্থানের পরে প্রশাসনের ব্যক্তি পরিবর্তন হলেও আচরণগত পরিবর্তন খুব একটা দৃশ্যমান নয়।
স্বতন্ত্র সাস্টিয়ান জোটের প্রার্থীরা বলেন, শাকসু নির্বাচন বাস্তবায়ন ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নেবেন।



