ঘিওরে পানিতে ডুবে শিশুর মৃত‍্যু

অর্ক দাশ তার বোনের সাথে নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে...

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ঘিওরে পানিতে ডুবে শিশুর মৃত‍্যু
ঘিওরে পানিতে ডুবে শিশুর মৃত‍্যু

মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কুস্তা পুরাতন গরু হাট এলাকায় ইছামতী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর নাম অর্ক দাশ (৭)। সে উপজেলা সদরের গোলাপনগর (চরপাড়) গ্রামের অটোবাইক চালক রুপু দাশের ছেলে।

স্থানীয়রা জানায়, অর্ক দাশ তার বোনের সাথে নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে বেলা সাড়ে ৩টার দিকে তার লাশ পানিতে ভেসে ওঠে।

স্থানীয় ঘিওর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য লাভলু বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভেসে ওঠার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।