আলেম-ওলামা ক্ষমতায় এলে কারো সাথে ধোঁকাবাজি করবে না : শাহিনুর পাশা

মঙ্গলবার সন্ধায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীমের রিকশা প্রতীকের সমর্থনে পথসভা পরবর্তী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
বক্তব্য রাখেন শাহিনুর পাশা চৌধুরী
বক্তব্য রাখেন শাহিনুর পাশা চৌধুরী |নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সুনামগঞ্জ ৩ সংসদীয় আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী বলেছেন, ‘আলেম-ওলামাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠালে কারো সাথে ধোঁকাবাজি করবে না এবং কারো হক লুণ্ঠন করে খাবে না।‘

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীমের রিকশা প্রতীকের সমর্থনে পথসভা পরবর্তী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহিনুর পাশা চৌধুরী বলেন, ‘আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছি। কিন্তু কেউ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। অথচ আমাদের সম্পদ লুটেপুটে খেয়েছে। দেশ ও জনগের স্বার্থের চেয়ে তারা নিজেদের ব্যক্তির স্বার্থই বেশি বাস্তবায়ন করেছে। তাই সকল দল দেখা শেষ, এখন আলেম-ওয়ালামার বাংলাদেশ।‘

তিনি বলেন, ‘আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আর সেই রাষ্ট্রের মানুষ হবে সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ ও বৈষম্যমুক্ত। তাই প্রয়োজন ইসলামী দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনা। উন্নয়নবঞ্চিত ছাতক-দোয়ারা মানুষের ভাগ্য পরিবর্তনে খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীমকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করার আহ্বান জানাই।’

সভায় প্রধান আকর্ষণ ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম।

বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সহ-সভাপতি মাওলানা আলী হায়দারের সভাপতিত্বে এবং মুফতি জসিম উদ্দীন নোমান ও মুফতি আব্দুল হাফিজের যৌথ সঞ্চালনায় সভায়

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমত আলী, সিলেট মহানগর নির্বাহী সদস্য মুফতি আব্দুস সালাম, ছাতক পৌরসভার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন।

আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক মানিক। এ সময় মুফতি আলাউর রহমান, মুফতি সুলতান মাহমুদ, ক্বারী আশিকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, সাইদুর রহমান সিদ্দিক, ডা. নুর আলম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।