বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ যাদেরকে ভোট দেবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। সরকার, নির্বাচন কমিশনসহ সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। দুই একটি দল কী ভাবলো তাতে কিছুই আসে যায় না।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।
এ সময় তিনি আলো বলেন, বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে ৫ আগস্ট। কেউ কেউ বলছেন- পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার এবং বিচার না হলে নির্বাচনে যাবেন না। যারা নির্বাচনে অংশ নিলে জামানত হারাবে তারাই বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন এবং দেশে অস্থিতিশিল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। নির্বাচন পণ্ড করার ষড়যন্ত্র হলে জনগণ কাউকেই ছাড়বে না। আমি আশা করবো তাদের শুভবুদ্ধির উদয় হোক। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুতের সঞ্চালনায় মিলাদ মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জাল হোসেন মাস্টার, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশারফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহসভাপতি গেলাম কবির কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।