কুষ্টিয়ায় মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

মিছিলের সামনে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন মুফতি আমির হামজা।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় মুফতি আমীর হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ
কুষ্টিয়ায় মুফতি আমীর হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ |নয়া দিগন্ত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে মিছিলটি শুরু হয়।

এরপর মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সাত কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে বটতৈল কবুরহাট বাজারে এসে সকলে সমবেত হয়। ওই মিছিলে কয়েক হাজার জামায়াত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলের সামনে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন মুফতি আমির হামজা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, শূরা সদস্য হামিদুল ইসলাম, উলামা বিভাগের জেলা সেক্রেটারি ইয়াসির আরাফাত, কুষ্টিয়া সদর থানা আমির মাওলানা শরীফুল ইসলাম, সেক্রেটারি ডা: রায়হান আলী, অধ্যাপক নুরুল আমিন জসীম, আজমল হোসেন প্রমুখ।

এছাড়া মিছিলে জামায়াতের নেতাকর্মী ছাড়াও উলামা বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।