নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান উপলক্ষে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ার নিচ তলায় এ উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উৎসবের উদ্বোধন করেন জুলাই শহীদ ইমরান হোসেনের বাবা সালেহ আহমদ।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে আজাদ সরকারের সভাপতিত্বে ও রেজিস্ট্রেশন কর্মকর্তা এ কে এম মুজাম্মিল হকের সঞ্চালনায় উৎসবে বক্তব্য রাখেন কনজারভেশন অফিসার নাসিব ইসলাম অভি ও সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন প্রমুখ।
লালন মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ১০ জন কারুশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিপণনের জন্য। এছাড়া তারুণ্যের উৎসবে থাকবে আলোচনা সভা। মেলায় প্রতিদিন দেশের স্বনামধন্য কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত পরিবেশিত হবে। অনুষ্ঠানটি আগামী ১৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত চলবে।



