শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নীল নকশা করে হুটহাট নির্বাচন দেয়া হয়েছে : পাপিয়া

সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
বক্তব্য রাখেন আসিফা আশরাফী পাপিয়া
বক্তব্য রাখেন আসিফা আশরাফী পাপিয়া |নয়া দিগন্ত

‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হুটহাট করে নীল নকশায় পাতানো প্রশাসনের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে দেয়া হয়েছে; এটা আমাদের জন্য একটা চরম শিক্ষা’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, ‘আজকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কী অবস্থা? দীর্ঘ ৯৬ সাল থেকে কোনো নির্বাচন নেই, কোনো সম্মেলন নেই, কোনো রাজনীতি নেই, হঠাৎ করে একটা নির্বাচন দিয়ে দিল। যেখানে ১৫ বছর বিএনপিসহ প্রকাশ্য যে কয়টি দল রাজনীতি করে তারা রাজনীতি করারই সুযোগ পাইনি। নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচন চাওয়ার সঠিক সময় কোনটা এটা নির্ধারণ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিবেচনার মাধ্যমে ঠিক করবে।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন, ত্যাগ আর সংগ্রামের বিনিময়েই শেখ হাসিনার পতন ঘটেছে। দেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে। এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে।’

ওয়ান-ইলেভেনের স্মৃতি টেনে পাপিয়া বলেন, ‘২০০৭ সালের ওয়ান-ইলেভেনে তৎকালীন সেনাসমর্থিত মইন উদ্দিন-ফখরুদ্দিনের সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করেও শান্তি পায়নি। বরং তখন তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করা হয়। স্বামী হারা বেগম খালেদা জিয়া একদিকে কারাবরণ করেছেন, অন্যদিকে সন্তানদের নির্বাসনে পাঠিয়ে একাকী জীবন কাটিয়েছেন। সেই ত্যাগের ফসলই আজকের নতুন বাংলাদেশ।’

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ত্রিশ বছর বয়সে দেশনেত্রী খালেদা জিয়া সাদা কাপড়ে সারা দেশে ছুটে বেড়াতেন। তার সহযোদ্ধা হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। লাখো মানুষের ভিড়ে যখন দেশনেত্রী আমাকে পাপিয়া বলে ডাকেন, তখন মনে হয় বাংলাদেশের মন্ত্রিত্ব আমার কাছে তুচ্ছ।’

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম, গোলাম আজম ও সাবেক ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ।