বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহীন আহমদ বলেছেন, ‘শাপলা চত্বরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে, তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ২০১৩ সালের ৫ মে রাতের হত্যাকাণ্ডসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।’
সোমবার (৫ মে) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে সিলেট মহানগর ছাত্রশিবির আয়োজিত মানবপ্রাচীরে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহীন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার এখনো দোষীদের শাস্তি নিশ্চিতে ব্যর্থ। অনতিবিলম্বে শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।’
সিলেট মহানগর ছাত্রশিবির সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত মানবপ্রাচীরে বক্তব্য দেন সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস। এছাড়াও মানবপ্রাচীরে জেলা ও মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
নেতারা বলেন, ‘আওয়ামী লীগের আমলে যত হত্যা-গুম হয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। যারা মারা গেছেন তাদের সরকারীভাবে শহীদের মর্যাদা দিতে হবে।’
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানবপ্রাচীরে মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন।