জামালপুরে সড়ক আইন লঙ্ঘন রোধে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

অভিযানে ৩০ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। ফলে তাদের কাছ থেকে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে র‍্যাব-১৪।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
যানবাহনের কাগজপত্র যাচাই করছেন যৌথ বাহিনী
যানবাহনের কাগজপত্র যাচাই করছেন যৌথ বাহিনী |নয়া দিগন্ত

জামালপুরে সড়ক আইন লঙ্ঘন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব ও ট্রাফিক পুলিশ। এ সময় ৩০টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা এবং লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামালপুর-মধুপুর মহাসড়কের পুরনো বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, ইন্স্যুরেন্স ও রুট পারমিটসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে দেখা হয়। এ সময় যারা যানবাহন সড়ক পরিবহন আইন লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

অভিযানে ৩০ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। ফলে তাদের কাছ থেকে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে র‍্যাব-১৪।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প সূত্রে জানা যায়, দেশের সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে র‍্যাব নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করছে। সাধারণ মানুষজনের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে যাতায়াত নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।