ফরিদপুরে আসন পূর্ণ বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

এই আন্দোলনের কারণে জেলার সাথে সংযুক্ত ২১ জেলার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
আসন পূর্ণবহালের দাবিতে সড়ক অবরোধ করছে স্থানীয়রা
আসন পূর্ণবহালের দাবিতে সড়ক অবরোধ করছে স্থানীয়রা |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসন পূর্ণ বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা দ্বিতীয় দিনের মতো প্রধান মহাসড়ক অবরোধ করেছেন। এই আন্দোলনের কারণে জেলার সাথে সংযুক্ত ২১ জেলার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

জানা গেছে, ফরিদপুর ৪-আসনের সীমানা পূর্ণবিন্যাসকে অসন্তোষ প্রকাশ করে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অরোরধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা। ফরিদপুর ৪-আসন থেকে ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী আলগী ও হামিরদী নামক দু’টি ইউনিয়নকে কেটে নিয়ে নগরকান্দা সালতা উপজেলায় অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র এবং সাবেক ফরিদপুর ৫-আসন পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং সড়ক অবরোধ করছে স্থানীয়রা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভাঙ্গা উপজেলার সুয়াদি, মনসুরাবাদ,হামিরদী, নওপাড়া,পুকুরিয়া বাস স্ট্যান্ড, ভাঙ্গা বিশ্বরোড মোড় ও ভাঙ্গা হাসপাতালের কাছের এলাকায় দ্বিতীয় দিনের মতো ভাঙ্গার সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়।

ফরিদপুর-বরিশাল, যশোর-ঢাকা, খুলনা, ঢাকা গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে দু’ইউনিয়নের হাজার হাজার জনতা। গত দু’দিন যাবত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই অবরোধের কারণে দক্ষিণবঙ্গের ২১টি জেলার যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ে শত শত মানুষ।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, ও সম্পাদক মো: আইয়ুব মোল্লা বলেন, ভাঙ্গা উপজেলার অখণ্ডতা রক্ষা করা আমাদের প্রাণের দাবি। গত ৪-সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুণ্য বিন্যাশের সিদ্ধান্ত আমার আপনার অস্তিত্ব, সম্মান ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আলগী, ও হামিরদী ইউনিয়নকে ভাঙ্গা উপজেলায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ নিয়ম তান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর ৪-আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার দু’টি বৃহৎ ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালতা উপজেলায় নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে পরের দিন থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এ আন্দোলনে গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার হাবিবুর রহমান হবি (৫০)নামের এক যুবক প্রতিবাদ কর্মসূচিতে এসে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বলেও জানা গেছে।