ফেনীর দাগনভূঞায় যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল হত্যাচেষ্টার মামলায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর ও জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফেনী জেলা ও দায়রা জজ মোহা: সিরাজুদ্দৌলা কুতুবী তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে দাগনভূঞায় বিএনপির বিজয় র্যালিতে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিকের নেতৃত্বে নিজদলীয় প্রতিপক্ষরা অতর্কিত হামলা করে নেতাকর্মীদের মোবাইল ছিনিয়ে নেয় এবং মারধর করে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন।
এর মধ্যে মারাত্মক আহত হন যুবদল নেতা এনায়েত উল্লাহ সোহেল। তার মুখমণ্ডলের চোয়ালের হাড় ভেঙ্গে যায়, আংশিক নষ্ট হয়ে যায় ডান চোখ। এখনো তিনি চিকিৎসা নিচ্ছেন। চারজনকে আসামি করে আদালতে হত্যাচেষ্টার মামলা করেন মারাত্মক আহত যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল।
ওই মামলায় ফটিকসহ চারজনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে হাইকোর্ট থেকে তারা ছয় সপ্তাহের জামিন নেন। এদিন তাদের মধ্যে দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর জামিন মঞ্জুর করে বাকি তিনজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
হত্যাচেষ্টা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী কোর্ট পুলিশের ইনস্পেক্টর সাইফুল ইসলাম।



