চকরিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হারুনের সাথে খোকার কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে খোকা ছুরি দিয়ে তাকে আঘাতে করলে তিনি গুরুতর আহত হন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া থানা
চকরিয়া থানা |সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে জমি দখল নিয়ে দু’পক্ষের বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হারুন (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে।

নিহত মোহাম্মদ হারুন বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার ছাবের আহমেদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হারুনের সাথে শেখ আহমদের ছেলে খোকার (২৫) কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে খোকা ছুরি দিয়ে তাকে আঘাতে করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বদরখালী বাজারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।