গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে দু'জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লোহাগাছ গ্রামের শামছুল আলমের ছেলে জুনায়েদ আহাম্মেদ সাগর ও কেওয়া পুর্বখণ্ড গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন। এরা দু’জনই প্রক্সি দিতে এসেছিলেন।
মামুন ও সাগর জানান, জৈনাবাজার আদর্শ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থী খায়রুল ইসলাম ও রানা মোল্লার প্রক্সি পরীক্ষা দিতে আসছিলেন। তাদের সাথে নির্দিষ্ট একটা টাকার চুক্তি ছিল ওই টাকার অংশ থেকে পাঁচ হাজার টাকা পেয়ে তারা পরীক্ষা শুরু করে। পরীক্ষার অষ্টম দিন বিল্ডিং মেইনটেইনেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে তারা আটক হয়।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনের সময় প্রক্সি দিতে আসা মামুন ও সাগরের আচরণে সন্দেহ হয় পরিদর্শকের। এরপর এডমিট কার্ডের সাথে ছবির মিল না পাওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘পরীক্ষার কেন্দ্র থেকে দু’জন ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে দেয়া হয়েছে। তাদের বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া হেব।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আটক ওই দু’জনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।