পটুয়াখালীর রাঙ্গাবালীতে পন্টুনের সাথে ধাক্কা লেগে মাছ ধরার ট্রলার থেকে মো: আল আমিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটের কাছে বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আল আমিন গলাচিপা উপজেলাধীন চর বিশ্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাগর থেকে মাছ ধরে সকালে তিনি তীরে ফিরছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর খবর পেয়ে নৌ-পুলিশের উপস্থিতিতে নদীতে জাল ফেলে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।
ট্রলার মালিক আসাদুল প্যাদা বলেন, ‘আজ সোমবার সকাল ৯টার দিকে তার মাছ ধরার ট্রলার সাগর থেকে ফিরে চরমোন্তাজ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় ট্রলারটি পন্টুনের সাথে ধাক্কা লাগলে ট্রলারে থাকা আল আমিন ছিঁটকে নদীতে পড়ে যায়। এ সময় তিনি ট্রলারের ছিলেন না বলে জানান।
চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: শহিদুল ইসলাম বলেন, পন্টুনের সাথে একটি মাছ ধরার ট্রলার বাধার সময় আল আমিন নামে এক জেলে পা পিছলে নদীতে পড়ে যায়। এরপর স্থানীয়রা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করছেন। এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।