নারায়ণগঞ্জের রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় জোড়া খুনের মামলার অন্যতম আসামি ও আওয়ামী লীগ নেতা মনছুর আলীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১১-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মনছুর আলী তারাবো দক্ষিণপাড়া এলাকার আলীম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১১-এর সদর কোম্পানির সহকারী পরিচালক গোলাম মোর্শেদ জানান, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তারাবো পুরাতন বাজার এলাকায় মাদককারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শিমুল গ্রুপের সাথে শ্রাবণ গ্রুপের সংঘর্ষে রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয় (২০) নামের দু’যুবক নিহত হয়।
নিহত রাশেদুল ইসলাম তারাবো দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় একই এলাকার রাজু মিয়ার ছেলে। এ ঘটনায় জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা তৌহিদুল ইসলাম রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, গ্রেফতার হওয়া আসামি মনছুর আলীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।