বেতাগীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

মঙ্গলবার বেলা ৩টার দিকে বেতাগী আঞ্চলিক মহাসড়কের বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ওসমান সরদার (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরো দু‘জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ৩টার দিকে বেতাগী আঞ্চলিক মহাসড়কের বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান সরদার পাবনার আমিনপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং তিনি ভেক্যুর ড্রাইভার ছিলেন।

জানা যায়, দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী ওসমান সরদার, মাইনুল ইসলাম (৪৮) ও নুরু উদ্দিন (৫০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান গুরুতর আহত ওসমান সরদারকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মাহিন্দ্রাচালক মাইনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়েছে। এছাড়া আহত নুরু উদ্দিনকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘বেতাগী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি (হামদন লিল্লাহ পরিবাহন) আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া নিহত ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে এবং বেতাগী থানায় মামলার প্রক্রিয়া চলছে।’