সুনামগঞ্জ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ

উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
বিজিবির হাতে জব্দ করা গরু
বিজিবির হাতে জব্দ করা গরু |নয়া দিগন্ত

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় গত দু'দিনে ২৩টি ভারতীয় গরু জব্দ করেছে-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার মধ্যনগর উপজেলাধীন ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে গত ৪ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ী নামক স্থান হতে আটটি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে দোয়ারাবাজার উপজেলাধীন ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় একই দিনে (৫ সেপ্টেম্বর) রাত দেড়টায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩৩/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনী নামক স্থান হতে ১৫টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৯০ হাজার টাকা। সর্বমোট ভারতীয় গরু ২৩টি যার সিজার মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটক করা ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।