শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া ওই সংঘর্ষে শ্রীপুর সদর ইউনিয়নের কয়েক গ্রামের মানুষও জড়িয়ে পড়ে।

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

Location :

Sreepur
রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়
রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় |প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া ওই সংঘর্ষে শ্রীপুর সদর ইউনিয়নের কয়েক গ্রামের মানুষও জড়িয়ে পড়ে।

প্রায় দু’ঘণ্টা ব্যাপী চলমান সংঘর্ষে জাহিদুল ইসলাম (৪০), মো. সেলিম রেজা (৪৫), রশিদ মোল্লা (৫০), দুলাল বিশ্বাস (৪৫), সামছুল মোল্লা (৪০), আলেক বিশ্বাস (৬০), ওয়াসিম মোল্লা (৪৫), মামুন মিয়া (৩০), আকাশ(২৫), মিরাজ শেখ (২৫), লাউন মোল্লাসহ (২৪) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ শ্রীপুর সদর ইউনিয়নের আশপাশের কয়েক গ্রামের মানুষ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।