মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আক্তার হাওলাদার ও হাচান মুন্সির অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও শতাধিক বোমা বিস্ফোরণ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও শতাধিক বোমা বিস্ফোরণ |নয়া দিগন্ত

মাদারীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দু’পক্ষের সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমা বিস্ফোরণসহ বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আক্তার হাওলাদার ও হাচান মুন্সির অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে দু’পক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একজনক আটক করে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় দু‘পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে ছোট-খাটো ঘটনা ঘটে আসছিল। আজ সকালে তারা দেশীয় অস্ত্র নিয়ে মারাত্মক সংঘর্ষে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় একজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’