বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার আসামি মঞ্জু কুমার দাস গ্রেফতার।

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Baniachang
গ্রেফতার ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস।
গ্রেফতার ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস। |নয়া দিগন্ত

হবিগঞ্জের বানিয়াচংয়ে নয় হত্যা মামলার আলোচিত আসামি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুর দেড়টায় তাকে গ্রেফতার করা হয়।

মঞ্জু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয় হত্যা মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মার্কুলি বাজার থেকে চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করা হয়। তিনি এতদিন এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঞ্জু দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে নয় হত্যা মামলা অন্যতম। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।