চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেছেন, ‘গত ১৭ বছরে আমরা উন্নতির ফিরিশতি দেখেছি। আমাদের উন্নয়নের নামে ধ্বংস করা হয়েছে।’
তিনি বলেছেন, ‘উন্নয়নের কথা বলে শাপলা ঘটানো হয়েছে। উন্নয়নের কথা বলে জুলাই ঘটানো হয়। উন্নয়নের কথা বলে আমাদের ঘরে থাকতে দেয়া হয়নি।’
মঙ্গলবার সকালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার আলিম শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইব্রাহিম হোসেন রনি, ‘আওয়ামী লীগ এখন সক্রিয় হওয়ার স্বপ্ন দেখে। তো আমরা বলব, আমরা এখনো রাজপথ থেকে সরে যাইনি। প্রয়োজনে পড়ার টেবিল ছেড়ে আবারো রাজপথে আসব। তাদের আর রাজপথে নামতে দেয়া হবে না।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখি তোমাদের নিয়ে। তোমরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তোমাদের মাধ্যমে আমাদের এ বাংলাদেশ পরিবর্তন হবে। আগে তোমাদেরও পরিবর্তন হতে হবে। নিজেদের পরিবর্তন হলে দেশের পরিবর্তন করা সম্ভব। তোমাদের আগামী দিনের জন্য প্রস্তুত করে নিতে হবে। দেশের জন্য তোমাদের প্রস্তুত হতে হবে।’
চাকসু ভিপি বলেন, ‘আমাদের একেকজন আবু সাঈদ হতে হবে, ওয়াসিম হতে হবে। আমাদের নিজেদের বিনয়ী হতে হবে। অহংকারী হওয়া যাবে না। বিনয়ী হলে কখনো ছোট হয় না। বিনয়ী হওয়ার বিকল্প নেই।’
মাদরাসা ক্যাম্পাসে মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাইমিন উদ্দিন সাইমুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এইচ এম হাফেজ আবু মুসা, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক, ছাত্রশিবির শহর শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি শফিকুল ইসলাম ও আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক।



