কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলেন বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদেরকে চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় তিন বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৮ জুলাই) ভোর রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর বিওপির হরিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলেন বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদেরকে চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘শুক্রবার ভোরে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ সদস্য এসে আমার ভাইসহ আরো দুইজনকে আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি, তারা বলেছে বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছে। খবর পেয়েছি, আটককৃতদের শুক্রবার সকালে ভারতের ইরানী থানায় হস্তান্তর করেছে বিএসএফ।’

এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, ‘মাছ শিকার করতে সীমান্ত এলাকায় গেলে তিন বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।’

এব্যাপারে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, ‘বিএসএফ কর্তৃক তিন বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার তথ্যটি স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন। বিজিবির সাথে যোগাযোগ করছি পরবর্তী আপডেটের জন্য।’

এব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ফিরোজ হোসাইন জানান, ‘তিন বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা এখনো পাইনি।’