চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ৪১ দিন মসজিদে জামায়াতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ১৪ শিশু-কিশোর।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের শাহ মুরাদ রহ: প্রকাশ ফকিরটোলা জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এমন আয়োজন করা হয়।
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদের ইমাম ও মুসল্লিরা।
সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে কিশোররা। ১৪ জন শিশু-কিশোরকে ক্রেস্ট, জায়নামাজ, ইসলামিক বই, মেসওয়াক, তাসবী, কলম, টুপি বিতরণ করা হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নুর উদ্দিন বলেন, মসজিদের খতিব সাহেব যে উদ্যোগ নিয়েছেন, তাকে সাধুবাদ জানাই। যাতে করে গ্রামের যুবকরা নামাজের প্রতি আকৃষ্ট হতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ফকিরটোলা গ্রামের শিশু-কিশোররা।
ফকিরটোলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়েজ উল্লাহ বলেন, ভবিষ্যতে যুবকদের নামাজের প্রতি আকৃষ্ট করতে গ্রামবাসীর সহযোগিতায় এই উদ্যোগ নেয়া হয়, তারা যাতে বিভিন্ন মন্দ কাছ থেকে নিজেকে বিরত রেখে সংশোধন করতে পারে সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সহ-সভাপতি খোরশেদ আলম, ফকিরটোলা জামে মসজিদের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসলাম খান, মসজিদের মোয়াজ্জিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিগণ প্রমুখ।



