চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ব্রিজমোড়ে মোটরসাইকেল ও লাটা হাম্বার মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই নারী।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইকতার আলী (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিতলা গ্রামের পিয়ার আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে সে প্রবাসে কর্মরত ছিলেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছতিয়া ইউনিয়নের কয়ারি গ্রামের জয়নালের স্ত্রী সাগরি খাতুন ও তাদের মেয়ে জামিলা খাতুন।
নিহতের বোন জামাই জানান, তারা মোটরসাইকেলে করে মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলি বোঝাই লাটা হাম্বার সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: শাপলা খাতুন জানান, আহত তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ইকতার আলীকে মৃত ঘোষণা করা হয়। আহত দুই নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে জামিলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



