ভাড়াটিয়া বেশে গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত শিশু রহিমা খাতুনকে (৫) ২৪ ঘণ্টারও কম সময়ে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। একইসাথে অপহারণকারী রোমেলা খাতুনকেও (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) ভোরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথ গ্রাম থেকে অপহরণকারী রোমেলা খাতুনকে গ্রেফতার করা হয়।
অপহৃত শিশু রহিমা খাতুন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (আমান বাংলা মোড়) গ্রামের আব্দুল মালেকের মেয়ে। অপহরণকারী রোমেলা খাতুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের নুর মামুদের মেয়ে।
এর আগে, গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে অপহরণকারী রোমেলা খাতুন ভাড়াটিয়া বেশে আব্দুল মালেকের বাড়িতে প্রবেশ করেন। ওই নারী বাসা ভাড়া নিয়ে দড় কষাকষির একপর্যায়ে মালিকের শিশু কন্যাকে চকলেট কিনে দেয়ার কথা বলে বাড়ির পাশের দোকানে নিয়ে যান। পরে শিশুটি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন জায়গায় ওই নারীকে খুঁজতে থাকেন।
তিনি বলেন, এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর অপহরণকারী রোমেলা খাতুন শিশুটির বাবা আব্দুল মালেকের মোবাইলফোনে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় বিষয়টি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে শিশুটির ক্ষতি করা হবে বলেও হুমকি দেন রোমেলা। ঘটনাটি জানাজানি হলে শ্রীপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর অবস্থান নিশ্চিত করে। পরে বুধবার ভোরে পুলিশ ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথ গ্রাম থেকে অপহরণকারী রোমেলা খাতুনকে গ্রেফতার এবং অপহৃত শিশু রহিমা খাতুনকে উদ্ধার করে।
ওসি আরো বলেন, এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল মালেক অপহরণকারী নারীর বিরুদ্ধে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।



