পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছাইকোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান নুরুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার নুরু চরছাইকোলা গ্রামের মরহুম ওমর আলীর ছেলে।
অপরদিকে পৃথক অভিযানে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো: জোয়াদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
তিনি ওই ইউনিয়নের দীঘল গ্রামের মো: আক্কাস আলীর ছেলে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদের রোববার (১৪ ডিসেম্বর) পাবনা জেলহাজতে পাঠানো হবে।



