শিবির সভাপতি

ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল ভিত্তি

ছাত্রশিবির শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করেছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
মো: জাহিদুল ইসলাম
মো: জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সংগঠনের বিজয়ের মূল রহস্য মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস।’

তিনি বলেন, ‘ছাত্রশিবির শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করেছে।’

আজ সোমবার সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ছাত্রশিবিরের উপ-শাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম আরো বলেন, ‘৫ আগস্টের পর থেকেই ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়ে আসছে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে।’

জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: নুরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্রসংসদের এজিএস শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।