ফেনীর সোনাগাজীতে মনোরঞ্জন রায় (৬০) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাতে সোনাগাজী-কোম্পানিগঞ্জ সড়কের সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সাহেবেরঘাট সেতুর পশ্চিম পাশে খালপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন দক্ষিণ চর চান্দিয়া এলাকার রাখাল ডাক্তার বাড়ির যুগেন্দ্র কুমার দাসের ছেলে।
নিহতের স্ত্রী হিরণ বালা দাস জানান, তার স্বামী মনোরঞ্জন রায় পেশায় একজন কৃষক ও অটোরিকশাচালক। রোববার সকালে মাঠে ধান কাটেন এবং দুপুরে পরিবারের সদস্যদের সাথে ভাত খান তিনি। পরে বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, মাটিতে স্বামীর গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে।’
ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।



