ভারত থেকে অবৈধ পুশ-ইন ঠেকাতে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, হবিগঞ্জের সাথে ভারতের সীমান্ত রয়েছে ১০৩ কিলোমিটার। রয়েছে বেশ কয়েকটি বর্ডার আউট পোস্ট (বিওপি)। জেলার মাধবপুর, চুনারুঘাট এবং বাহুবল উপজেলার কিছু অংশ ভারতের সীমান্ত।
সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত নিয়ে পুশ-ইনের নামে অস্থিরতা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়ন অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। দুই স্তরের নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বাড়িয়েছে গোয়েন্দা তৎপরতা। সীমান্তবর্তী মানুষের সাথে বিজিবি সম্পর্ক আরো বেশি জোরদার করেছে।
অপরিচিত কেউ যাতে সীমান্ত এলাকায় প্রবেশ করতে না পারে সে জন্য স্থানীয়দের সহযোগিতা চেয়েছে বিজিবি।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: তানজিলুর রহমান শনিবার (১০ মে) জানিয়েছেন, ‘বিওপিগুলোতে টহল জোরদার করা হয়েছে। প্রতিটি ইঞ্চি সীমান্ত নজরদারীর মধ্যে আনা হয়েছে। পুশ-ইন প্রতিরোধে বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে।’
এদিকে, একটি স্থিরচিত্রে দেখা যায়- সীমান্তে নীল পতাকা উড়িয়ে বিজিবি টহল দিচ্ছে।