১ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে কক্সবাজার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

স্টেডিয়ামের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো: আলাউদ্দিন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস
১ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে কক্সবাজার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
১ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে কক্সবাজার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট |নয়া দিগন্ত

আগামী ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এদিন বিকেল ৩টার দিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথম ম্যাচে শক্তিশালী পেকুয়ার বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। এতে জেলার নয়টি উপজেলা ফুটবল দল অংশ নিবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্টেডিয়ামের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো: আলাউদ্দিন।

তিনি বলেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া, ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। নয়টি দলকে দু’গ্রুপে বিভক্ত করে নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অধিক জনপ্রিয় করতে সর্বোপরি দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় তিনজন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ থাকছে। প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় দশ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ ৫০ হাজার টাকা ও রানারআপ দল ট্রফির সাথে ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। গ্যালারিতে টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, সদর মডেল থানার ওসি (অপারেশন) মো: আবু হানিফ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও স্পন্সরকারী প্রতিষ্ঠান কিং ফিশারের স্বত্বাধিকারী সরওয়ার রোমন, ওমর শরীফ শিবলী, এম আর মাহবুব, মাসুদ আলম, রিদুয়ানুল হক, মিডিয়া কমিটির সদস্য ছৈয়দ আলম, ইমাম খাইর, আজিজ রাসেল।