মাদারীপুর জেলার রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২০ বাসযাত্রী।
শুক্রবার ভোররাতের দিকে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এসময় বাসে থাকা ৩১ জন যাত্রীসহ মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। এসময় বাসের নিচে চাপা পড়া নিলুফা ইয়াসমিন নিলা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়াও অনেকেই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুরের রামগাতি উপজেলার চর কালাখোপা গ্রামের জুয়েল(৩০), নোয়াখালীর আটকপালিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিরাজ(৩০) ও একই জেলার সুবর্ণচরের চরহাসান গ্রামের মিলনকে(৪৫) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া একজনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আহতরা সাধারণ জখম হওয়ায় বেশিভাগই চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সূত্র : বাসস