বরগুনার পাথরঘাটায় ডেঙুতে আক্রান্ত হয়ে দুই ছেলের বাবা সাইফুল ইসলাম মোল্লা (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) রাত ৩টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সাইফুল ইসলাম মোল্লা পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো: ইউনুস হোসেন মোল্লার ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে সাইফুল ইসলাম মোল্লা জ্বরে আক্রান্ত হন। এই জ্বর নিয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর থেকে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। ইতোমধ্যেই তার লাশ বাড়িতে আনা হয়েছে। দুপুর ২টার পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।