সিলেট সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবার চালান জব্দ

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৯,১০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ইয়াবার চালান জব্দ।
ইয়াবার চালান জব্দ। |নয়া দিগন্ত

সিলেট সীমান্তের জকিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় ১৯ হাজার ১০০ পিস ইয়াবার চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার সিজার মূল্য সাতান্ন লাখ ত্রিশ হাজার টাকা।

সোমবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে জেলার জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি নামক স্থান দিয়ে এ চালান আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে সীমান্ত পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা আটক করা হয়।

১৯ বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মানিকপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে মানিকপুর বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে এবং অভিযান পরিচালনার সময় সরিষাকুড়ি নামক স্থানে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৯,১০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে।

জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।