আশুলিয়া থানা ছাত্রদলের কমিটি ঘোষণা

সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল

বিভিন্ন পদে অন্তত ১১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সহ-সভাপতি পদে ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫১ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২০ জন ও সদস্য পদে ১১ জনের নাম রয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়া থানা ছাত্রদলের কমিটি ঘোষণা
আশুলিয়া থানা ছাত্রদলের কমিটি ঘোষণা

মো: সানোয়ার হোসেনকে সভাপতি ও ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত এক বিবৃতিতে ওই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো: রবিউল আলম সায়েম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মাদবর, প্রচার সম্পাদক পদে শিমুল চৌধুরী, দফতর সম্পাদক পদে আব্দুল আউয়াল ও সহ-দফতর সম্পাদক পদে মো: শিশির আহম্মেদসহ বিভিন্ন পদে অন্তত ১১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সহ-সভাপতি পদে ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫১ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২০ জন ও সদস্য পদে ১১ জনের নাম রয়েছে।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।