দলের মধ্যে স্বচ্ছতা আনতে এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে কুষ্টিয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ বক্স স্থাপন করে নজির সৃষ্টি করলো।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনের নীচে অভিযোগ বক্স উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এ সময় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোনো ধরনের অপকর্মের অভিযোগ এই বক্সে দেয়া যাবে। যারা অভিযোগ করবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ দুর্নীতি ও অপরাধ করেন, তাহলে তাদের অপকর্মের অভিযোগগুলো আমাদের জানাবেন। আমরা খোঁজখবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেবো। তবে ভালোভাবে অনুসন্ধান না করে হুটহাট কোনো ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।’
তিনি বলেন, ‘দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া নেয়া হবে। ইতিপুর্বে আমরা শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করে নজির রেখেছি।’
তিনি আরো জানান- সপ্তাহে একদিন এই বক্স সাংবাদিকদের সামনেই খোলা হবে। সেখানে কোনো অভিযোগ পেলেই তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই ফ্যাসিষ্ট সরকারের যত চাঁদাবাজি, সন্ত্রাসী, জেলার বালু মহল, হাট, ঘাটের দায়িত্বে পরিবর্তন আসে আর তাতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম চলে আসে।
এ ব্যাপারে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশে বিব্রত প্রকাশ করে জেলা বিএনপি আর এ কারণেই আজ প্রেস ক্লাবে এই অভিযোগ বক্স স্থাপন করলো। এখন দেখা যাবে অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিএনপির নেতারা কতটা আন্তরিকতার পরিচয় দিতে পারে?