দুর্গাপূজায় ৫ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে বেনাপোলে বন্দরে

২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সাথে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর |ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। তবে এ সময় বেনাপোল বন্দরে পণ্য উঠানামা, খালাস ও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি এ কথা জানিয়েছেন।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং অ্যাজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘পূজায় ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সাথে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। শনিবার (৪ অক্টোবর) পুনরায় আমদানি-রফতানি চালু হবে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতের সিঅ্যান্ডএফ চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। দুর্গাপূজার উপলক্ষ্যে পাঁচ দিন ছুটি থাকার কারণে পেট্রাপোল বন্দরে আটকা পড়বে শত শত পণ্যবাহী ট্রাক। যার বেশিভাগ বাংলাদেশের শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো: শামীম হোসেন বলেন, ‘আমাদের সরকারি ছুটি ১ ও ২ অক্টোবর। তবে বাংলাদেশে আমদানি-রফতানি কাজে সংশ্লিষ্টরা এবং ভারতীয় রফতানিকারকরা ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে পত্রের মাধ্যমে জানিয়েছেন। তবে বেনাপোল বন্দর ও শুল্ক ভবনের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে। বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক সেদেশে ফিরে যেতে পারবে।’