ব্যাংকে কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে ৬ কর্মকর্তা অজ্ঞান

‘ঘটনায় ব্যাংক থেকে কোনো কিছু মিসিং হয়নি বলে জানা গেছে। তদন্ত অব্যাহত রয়েছে। তবে স্টাফদের জ্ঞান ফেরার পর তদন্তে আসল ঘটনা জানা যাবে।’

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
ব্যাংকে কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে ৬ কর্মকর্তা অজ্ঞান
ব্যাংকে কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে ৬ কর্মকর্তা অজ্ঞান |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি পিএলসি ব্যাংকে কার্যক্রম চলাকালে হঠাৎ ম্যানেজারসহ ছয়জন স্টাফ রহস্যজনকভাবে জ্ঞান হারিয়ে ফেলেছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তাদের কারোরই এখনো জ্ঞান ফেরেনি। ফলে ব্যাংকে কী ঘটেছিল তা এখনো জানা যায়নি।

রোববার (১ জুন) দুপুর দেড়টার দিকে কুলিয়ারচর বাজারস্থ হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায়

আইএফআইসি পিএলসি ব্যাংকে এ রহস্যজনক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কুলিয়ারচর বাজারস্থ অটোগ্যারেজ মালিক আল আমিন (৩৫) বলেন, ‘রোববার আনুমানিক সোয়া ১টার দিকে একটি অ্যাকাউন্ট খুলতে আট লাখ টাকা নিয়ে ওই ব্যাংকে যাই। ওই সময় ব্যাংকের সকল স্টাফ কাজ করছিল। পরে ব্যাংকের কর্মকতা আমাকে ছবি তুলে আনতে বললে আমি ছবি তুলতে বাইরে যাই। প্রায় ১৫ মিনিট পরে ছবি নিয়ে ব্যাংকের সামনে এলে ব্যাংকে অন্ধকার দেখি। কিছুক্ষণ পর লাইট জ্বলে উঠে। তখন দারোয়ান ভেতর থেকে তার শার্ট এনে দিতে বলেন। ভেতরে গিয়ে দেখি সকল স্টাফ ফ্লোরে পড়ে ছটফট করছেন।‘

তিনি আরো বলেন, ‘খবর দিলে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনাবিষয় সম্পাদক মো: কামরুল ইসলাম মুছা লোকজন নিয়ে সবাইকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে চারজনকে পাশের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দু’জন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের জ্ঞান না ফেরায় সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।’

তবে অনেকের ধারণা, খাবার খেয়ে এমনটি হতে পারে। আবার কেউ বলছেন, গ্যাস সিলিন্ডার লিক হয়ে এমনটি হতে পারে। এখন পর্যন্ত সঠিক কোনো কারণ জানা যায়নি।

এদিকে খবর পেয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি নাজমুস সাকিব ও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ব্যাংকটি পুলিশি পাহাড়ায় রয়েছে।

এ বিষয়ে ওসি হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনায় ব্যাংক থেকে কোনো কিছু মিসিং হয়নি বলে জানা গেছে। তদন্ত অব্যাহত রয়েছে। তবে স্টাফদের জ্ঞান ফেরার পর তদন্তে আসল ঘটনা জানা যাবে।’