যশোরের হামিদপুরে আসাদুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ও তার ছেলে সামির ইসলাম পিয়াসসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
চার্জশিটভুক্ত অন্যরা হলেন- সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শহিদুলের ছেলে মেহেদী, ঘোপ পিলুখান সড়কের গোলাম মোস্তফার ছেলে আশিক, বাগডাঙ্গা গ্রামের ডা: ইন্তাজ হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা রিফাত হোসেন, ঘোপ পিলুখান সড়কের মরহুম পণ্ডিতের ছেলে সলেমান, একই এলাকার গেসু মিয়ার ছেলে সেলিম হোসেন, হামিদপুর গ্রামের শমছের মোল্লার ছেলে ময়েন উদ্দিন, ফতেপুরের আব্দুল জব্বারের ছেলে মফিজ, শেকহাটির বাহার মোল্লার ছেলে মিল্টন মোল্লা, হামিদপুরের মরহুম শমছের মোল্লার ছেলে নাসির মোল্লা, তার ভাই নাজেম মোল্লা ও ঘোপ পিলুখান সড়কের মশিয়ারের ছেলে মোস্তাকিন।
তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ও তার ছেলে পিয়াসের নেতৃত্বে মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত পরিচয়ের ১৫০-২০০ জন সশস্ত্র সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি এস্কেভেটর ও সাতটি ট্রাক্টরের ট্রলি নিয়ে আকস্মিকভাবে লুটপাট ও ভাঙচুর চালায়। পরে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে প্রথমে বাদি আসাদুজ্জামানকে মারপিট করে মোবাইলফোন কেড়ে নেয়। এরপর তার বড় ছেলে আরমান হোসেন ও ছোট ছেলে জাফরীকেও মারধর করে মোবাইলফোন ভেঙে ফেলা হয়। একইসাথে বাদির স্ত্রী ও ছেলেদের স্ত্রীরা এগিয়ে এলে তাদেরও মারপিট করে জখম করা হয়। পরে ঘরে ঢুকে হকিস্টিক দিয়ে মালামাল ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় গত বছরের ২৪ আগস্ট কোতোয়ালি থানায় মামলা হয়।
তদন্তে উঠে আসে, হামিদপুর মৌজার ওই ২.৯৭ একর জমির মূল মালিক ছিলেন মরহুম নুর ইসলাম। তিনি জমিটি শিল্প ব্যাংক ঝিনাইদহে মর্টগেজ রাখেন। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় নিলামের মাধ্যমে জমির মালিক হন বাদি আসাদুজ্জামান। কিন্তু দলিল হস্তান্তরের পর জমির দাগ নম্বর ভুল দেখতে পান তিনি। পরে আদালতের দারস্থ হন।
অন্যদিকে মরহুম নুর ইসলামের বেয়াই আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ওই জমি দখলের জন্য ষড়যন্ত্র শুরু করেন। একপর্যায়ে মিলনের নির্দেশে পিয়াসসহ আসামিরা বাদির বাড়িতে হামলা চালায়। এস্কেভেটর দিয়ে আট রুমের ঘর ভেঙে গুড়িয়ে দেয়।
এ সময় তারা ওয়ারড্রপ ভেঙে নগদ ১০ লাখ টাকা, প্রায় ৩০ লাখ টাকার ৩০ ভরি স্বর্ণালংকার, তিনটি গরু, ৮০ হাজার টাকার ছয়টি ছাগল, ৯ হাজার টাকার ছয়টি রাজহাঁস, ৫ হাজার টাকার ১০টি মুরগি, ১২ হাজার টাকার ১৫টি পাতিহাঁস, এক লাখ টাকার ব্যাটারিসহ চারটি সোলার প্যানেল, ৩০ হাজার টাকার ১০টি লেপ-তোশক, ৩ লাখ টাকার ১৫০ সেফটি মেহগনির কাঠ, ২ লাখ ৪০ হাজার টাকার ৬০ মণ গম, ১ লাখ ২০ হাজার টাকার ৯০ মণ ধান, ১ লাখ টাকার খৈল, ১ লাখ টাকার ১৫ মণ তিল ও্ ২৫ হাজার টাকার পানির মোটরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।