ফেনীতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ডা: মো: ফখরুদ্দিন মানিকের বাবা ডা: নুর নবী তারা।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ গ্রাম দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর গ্রামে ভোটার সমাবেশে তিনি বক্তব্য রাখেন।
ওই সমাবেশে ডা: মানিকের ছোট দুই ভাই গিয়াস উদ্দিন রুপক ও সামছু উদ্দীন আশিকসহ পরিবারের সদস্যগণ অংশ নেন। মানিক ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
উত্তর আলামপুর খাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। স্থানীয় সিরাজ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা আমির গাজী ছালেহ উদ্দিন, ইউনিয়ন আমির সাইফুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি ওয়ালী উল্যাহ। ওয়ার্ড আমির আনোয়ার উদ্দিনের পরিচালনায় সমাবেশে এলাকার বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ডা: মানিক তার বক্তব্যে বলেন, ‘আমি এ এলাকার সন্তান। এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। এ এলাকায় এসে ভোট চাওয়া আমার জন্য বিব্রতকর। এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। কোনো দলীয় পরিচয় নয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে শুধুমাত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের সহযোগিতা চাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থানে সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে চাই। সবাই সবার সুখে-দু:খে অংশীদার হতে চাই। সবার সহযোগিতা পেলে আগামীতে দাগনভূঞা-সোনাগাজীকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’



