বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই কর্মসূচি পালন করেন মনোনয়নবঞ্চিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অনুসারীরা।
মশাল হাতে নিয়ে বিক্ষোভকারীরা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, তারা বেগম সেলিমা রহমানের কর্মী-সমর্থক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেয়া বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করেই মনোনয়ন দেয়া হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, বরিশাল-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন সরদার, সেলিম সরদার, উপজেলা বিএনপির সদস্য মো: মিজানুর রহমান শিকদার, মো: মনিরুজ্জামান মিল্টন, মো: হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মো: হারুন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: মেহেদী হাসান, আরিফুর রহমান রবিন প্রমুখ। এ সময় উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



