ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চলতি বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ইসলামি ছাত্রশিবির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবির পাগলা থানা শাখার সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে আগামী দিনে দেশে সৎ, দক্ষ ও নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এসময় হারুন অর রশিদ রাফি বলেন, ‘শিক্ষার চেয়ে সুশিক্ষিত হওয়া জরুরি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা সাবেক ভিপি আবদুল্লাহ আল মিনহাজ ও ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি কবি শফিকুল ইসলাম হামিম।
এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা আমির ও ময়মনসিংহ জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাগলা থানা আমির মাওলানা এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম ও গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল আনসারী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় দেড় শ’ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনাসহ বিভিন্ন উপহার দেয়া হয়।