কক্সবাজারের চকরিয়ায় পৃথক ঘটনায় দুই ব্যবসায়ী খুন হয়েছেন। তাদের মধ্যে গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে জমি বিরোধ নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে সকাল ১০টার দিকে ভাতিজার হাতে খুন হন চাচা।
নিহত মোহাম্মদ হারুন রশিদ (৪৭) পেশায় একজন সিএনজিচালক। তিনি ওই এলাকার ছাবের আহমদের ছেলে। অন্যদিকে গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দীগিরপাড় এলাকার নুরুল কাদেরের ছেলে। এছাড়া তিনি দীঘিরপাড় এলাকার টমটম গ্যারেজ ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, শনিবার ভোরে চকরিয়া পৌরশহরের মাতামুহুরি ব্রিজ সংলগ্ন দক্ষিণে সিদ্দিক ফিলিং স্টেশনের পাশে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল ৬টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ধারণা করা হচ্ছে, অপহরণের পর এ হত্যাকাণ্ড করা হয়।
এদিকে খুনি ভাতিজাকে ধরতে চকরিয়া থানা পুলিশের সাথে এলাকাবাসী সাঁড়াশি অভিযানে নেমেছে বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, ঘটনার কারণ নির্ণয়পূর্বক অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ মাঠে রয়েছে।