সিলেটে শহীদ হাদির বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ সিলেট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সিলেটে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ সিলেট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে ‘উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিপুল পরিমাণ শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিল্পবী শহীদ হাদির বিচার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন মঞ্চের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব হীরা আক্তার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া, লোকমান মিয়া, যুগ্ম সদস্য সচিব আরিফ হোসাইন, আবরার বিন সেলিম, রুবেল মিয়া, হাসানুজ্জামান রাফি, আশিক রহমান, তাওহীদুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান শরিফ হাদির খুনিদের শনাক্ত করে দ্রুত বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।