কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের উপজেলা মোড়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
নিহত দোবরা খাতুন
নিহত দোবরা খাতুন |সংগৃহীত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দোবরা খাতুন (৩০) নামে কুষ্টিয়া আদালতের এক আইনজীবী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের উপজেলা মোড়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি চৌড়হাস উপজেলা মোড়ের মাঠপাড়া গ্রামে। তিনি কেহিনুর ইসলামের তিন কন্যার মধ্যে সবার ছোট বলে জানা যায়। তিন মাস আগে বিয়ে হওয়া দোবরা খাতুন স্বামীর সাথে বড় বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির (২০২৪) জুনিয়র সদস্য বলে জানা যায়।

প্রত্যেক্ষদর্শীরা জানান, দোবরা খাতুন সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশায় করে উপজেলা রোডে তার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নওশের আলীর বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহামসড়কের উপজেলা মোড় পার হওয়ার সময় ঝিনাইদহের দিক থেকে আসা শ্যামলী আরএন পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দোবরা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহ. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।