ফেনীতে মিছিলের চেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৬ কর্মী আটক

বৃহস্পতিবার সকালে শহরের মহিপাল থেকে স্থানীয় ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাদের পুলিশে সোপর্দ করে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ছাত্রলীগের আটক ছয় কর্মী
ছাত্রলীগের আটক ছয় কর্মী |নয়া দিগন্ত

ফেনীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করে পুলিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহরের মহিপাল থেকে স্থানীয় ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাদের পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন দাগনভূঞার আরিফ হোসেন ও নাদিমুর রহমান তাসিফ, সোনাগাজীর আবুল হোসেন শান্ত, জহিরুল ইসলাম রিফাত, ও শাহাদাত হোসেন শাহাদাত এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জের আমির হোসেন জিহাদ।

ছাত্রদল নেতা রহমত আলী মানিক জানান, ‘বুধবার রাতে বাসে আগুন দেয়ার পর থেকে রাতভর আমরা মহিপালসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। আজ সকাল ৭টায় মহিপালের একটি রেস্টুরেন্টে নাস্তা করতে এলে সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তাদের মোবাইল ফোন তল্লাশি করে মিছিলের প্রমাণ ও ভিডিও পাই। পরে পুলিশে সোপর্দ করি।’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামসুজ্জামান আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মিছিলের চেষ্টার অভিযোগে মূলত তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে।

এদিকে, জেলাজুড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে পুলিশ সুপার অফিস সূত্র জানিয়েছে।