নোয়াখালীর সুবর্ণচরে এক যুবককের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুব্রত চন্দ দাস (৪০) নামের সুব্রত উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রতর স্ত্রী স্বাস্থ্য বিভাগে চাকরি করেন। সোমবার স্ত্রীকে আনার জন্য সুব্রত বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীর কর্মস্থলের উদ্দেশে রওয়ানা দেন। পথে উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। সেখানে তাকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।
এ ঘটনায় নিহতের ভাই রঞ্জন হত্যা মামলা দায়ের করেছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।