ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

‘২০২২ সালে রুহিয়া থানা বিএনপি অফিসে অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।’

Location :

Thakurgaon
অনিতা রানী সেন
অনিতা রানী সেন |সংগৃহীত

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি অনিতা রানী সেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে রুহিয়া থানার সেনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২২ সালে রুহিয়া থানা বিএনপি অফিসে অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, শনিবার রাতে অনিতা রানী সেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।