চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক সীমানা বিরোধের জেরে মারামারিতে রিপু আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাথারিয়া ইউনিয়নের দেইল্যা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রিপু আকতার নিজ বাড়িতে বেড়াতে এলে সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের সাথে ঝগড়া শুরু হয়। এ সময় তার চাচাত ভাইদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভাইদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বোন বেড়াতে গেলে প্রতিপক্ষ লোকজন তাকে গালিগালাজ করে। তারা হামলা করলে তিনি আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় দু’জনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।



