গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গত ৩০ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ থেকে চীনে যান। চীনে কাজ শেষে দুই মাস পরে বৃহস্পতিবার রাতে দেশে আসেন। তখনই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার |নয়া দিগন্ত

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। চীন থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ জুন) গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় তাকে। পরে দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে হাজির করানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।

কামরুজ্জামানের ভাই রুবেল ভূইয়া জানান, গত ৩০ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ থেকে চীনে যান। চীনে কাজ শেষে দুই মাস পরে বৃহস্পতিবার রাতে দেশে আসেন। তখনই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা রয়েছে যে- মামলায় আসামি না হলে গ্রেফতার করা যাবে না। তাহলে নির্দেশনা থাকা সত্ত্বেও মামলার আসামি না হলেও ভাইকে কেনো গ্রেফতার করা হয়েছে সেটা আমাদের জানা নেই। যদি তিনি এ ঘটনার সাথে জড়িত থাকেন তাহলে ঘটনার ১০ মাস পরে কেনো তাকে গ্রেফতার করা হলো? তিনি তো এতদিন দেশেই ছিলেন এবং নিয়মিত অফিস করতেন।